অনেক সময় আমরা ব্রাউসার এ সেভ করা পাসোয়ার্ড ভুলে যাই এবং পরে নানা কারনে তা দরকার হতে পারে তাই আসুন জেনে নাই কিভাবে সেভ করা পাসোয়ার্ড খুজে বের করতে পারি মোজিলা ও ক্রোম ব্রাউসার থেকে
মোজিলা থেকে সেভ করা পাসোয়ার্ড খুজে বের করা-
১। Firefox মেনু থেকে চলে যান Option > Option এ।
২। এখান থেকে Security ট্যাব সিলেক্ট করুন তারপর Saved Password > Show Password।
ক্রোম ব্রাউসার থেকে সেভ করা পাসোয়ার্ড খুজে বের করা-
১। গুগোল ক্রোম মেনু বাটনে ক্লিক করুন ।
২। “Settings” সিলেক্ট করুন ।
৩। নিচে নেমে এসে “show advanced settings” এ ক্লিক করুন।
৪। এখানে পেয়ে যাবেন “Passwords and forms”
৫। এখানে পেয়ে যাবেন “Manage Saved Password” ব্যাস কাজ শেষ